The news is by your side.

 করোনা সংক্রমণ কেন কমছে না: সৌম্যা স্বামীনাথন

0 512

 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক  সৌম্যা স্বামীনাথন  জানিয়েছেন, বিশ্ব জুড়েকরোনা সংক্রমণ যে কমেনি, তার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সৌম্যা।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দু’সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকিন্তু এখনও সংক্রমণ না কমার কারণ কী? সৌম্যা জানান, যে কারণের ফলে সংক্রমণ কমছে না সেগুলি হল,

  • ডেল্টা প্রজাতিরসংক্রমণ বৃদ্ধি।
  • লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া।
  • টিকাকরণের কম গতি।

সৌম্যা আরও জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যে ভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সৌম্যা বলেন, ‘‘আগে এক জন আক্রান্ত আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম।’’ তাই সব দেশগুলিকে বিধিনিষেধ বজায় রাখা ও দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.