বিনোদন প্রতিবেদক
অসাধারণ অভিনয় শৈলীর মধ্য দিয়ে ইতোমধ্যে মঞ্চনাটকে জায়গা করে নিয়েছেন। দর্শকপ্রিয়তা অর্জন করেছেন টেলিভিশন নাটকেও।ভক্ত-দর্শকের হৃদয়ে ভালোবাসার ঝড় তুলেছেন আইটেম সং এ। নন্দিত অভিনেত্রী চমক তারার কথা বলছিলাম।
সাফল্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে মিডিয়ায় মুগ্ধতা ছড়ানো চমক তারা এবার আসলেন নতুন চমক নিয়ে। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেছেন মিউজিক ভিডিও।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে টিজার। হায়! আসোনা, আমার বুকে আসোনা, উষ্ণ আদর বুকে মাখোনা… শিরোনামে এ মিউজিক ভিডিওর জন্য ইতোমধ্যে ভিউয়ার্সদের ব্যাপক সাড়া মিলেছে। প্রিন্স খানের পরিচালনায় চমক তারার সঙ্গে অভিনয় করেছেন শাহেন শাহ।
নিজের ইউটিউব চ্যানেলে প্রথম কাজ নিয়ে ভিশন নিউজ টুয়েন্টিফোরকে চমক তারা জানান, সবসময়ই ভালো কাজ করবার চেষ্টা করি। আশা করি এ কাজটিও দর্শকদের ভালো লাগবে।
https://youtube.com/channel/UCj7O1q2MyM5WTP_r6ftENTg