The news is by your side.

৩০ কোটি ডলারে গানের  স্বত্ব বিক্রি করলেন বব ডিলান

0 449

 

 

ইউনিভার্সাল মিউজিক সংস্থা বব ডিলানের গানের সমগ্র ক্যাটালগ কিনে নিল। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’-এর মতো কালজয়ী গানও বিক্রি হয়ে গেল। ৮০ বছরে পা দেওয়ার আগেই নিজের গানের খাতার স্বত্ব তুলে দিলেন অন্যের হাতে। ছ’দশক ধরে ৬০০টিরও বেশি গান লিখেছেন তিনি। এর আগে ১৯৬২ সালে ১০০ ডলারের বিনিময়ে প্রথম চুক্তি করেছিলেন ডিলান। স্বত্ব দেওয়া হয়েছিল লৌ লিভাই অব লিডস মিউজিক পাবলিশিং-কে। কিন্তু সময় এগিয়েছে। নোবেলজয়ী জিনিয়াস গীতিকার, সুরকার ও গায়ক বব ডিলানের গানগুলির মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। ‘বিটলস’-এর পরে বব ডিলানের গানই এখনও অবধি সবথেকে মূল্যবান।

সোমবার ‘ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ’ এই চুক্তির কথা প্রকাশ করল। কত টাকা দিয়ে গানের খাতার স্বত্ব বিক্রি হল, সেটা স্পষ্ট করে জানা যায়নি। তবে আনুমানিক ৩০ কোটি ডলার। ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থার প্রধান জানালেন, ‘এ কথা তো গোপন নয় যে, কালজয়ী সঙ্গীতের মূল চাবিকাঠি গান রচনা। আর এ কথাও সকলেই জানেন, বব ডিলান না থাকলে এই শিল্প অপূর্ণ থেকে যেত। তাঁর গান রচনা শিক্ষণীয় একটি বিষয়।’

 

 

Leave A Reply

Your email address will not be published.