ভারতের লোকসভা নির্বাচনে অমেঠী কেন্দ্রের পর এ বার ওয়েনাড়েও হারবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাকে ‘কংগ্রেসের সাহেবজাদা’ বলে কটাক্ষও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারের পর রাহুলকে আবার একটি ‘নিরাপদ’ আসন খুঁজতে হবে বলেও তিনি দাবি করেছেন। মহারাষ্ট্র প্রদেশের নান্দেড় ও হিঙ্গোলি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের জন্য প্রচার করতে নান্দেড়ের একটি সমাবেশের ভাষণে এই মন্তব্য করেছেন মোদি।
ভাষণে রাহুলের উল্লেখ করে মোদি বলেন, ‘অমেঠী কেন্দ্র থেকে হেরে যাওয়ার পর এ বার কংগ্রেসের সাহাবজাদাকে ওয়েনাড় থেকেও হারাতে হবে। ২৬ এপ্রিলের পর তাকে নিরাপদ কোনো আসন খুঁজতে হবে।’
মহারাষ্ট্রের জনসভা থেকে রাহুলের পাশাপাশি নাম না করে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকেও নিশানা করেছেন মোদি। তার দাবি, ‘ইন্ডিয়া’র কিছু নেতার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই। তাই তারা লোকসভা ছেড়ে রাজ্যসভায় চলে গিয়েছেন।’