বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন। তার চাওয়া ছিল দলের তিন পেসার সকালের কন্ডিশনটা কাজে লাগাবে। তার এই চাওয়া পূরন করে যাচ্ছেন খালেদ আহমেদ। তার সামনে দাড়াতেই পারল না শ্রীলঙ্কান টপ অর্ডার।
প্রথম ঘন্টাটেই ৪ উইকেট হারিয়ে ফেলেন তারা। এই প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। এরমধ্যে দুই ওপেনারসহ কুসল মেন্ডিসের উইকেট নেন খালেদ আহমেদ। ২৩ রানের বিনিময়ে এই ৩ উইকেট নিজের পকেটে পুরেন এই পেসার।
অন্যদিকে রান আউটে কাটা পরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এখন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে শ্রীলঙ্কার ইনিংস মেরামতের কাজ করছেন দিনেশ চান্দিমাল।