The news is by your side.

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

0 113

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। রোববার দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর সাদ্দাম (১৩) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত হয়েছেন ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে ছিদ্দেক (৩৬)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে নিহত সাদ্দাম পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়। এ সময় সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন ছিদ্দেক নামের যুবক।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, এ বিষয়ে পরে কথা বলব। এখন বিএসএফের সঙ্গে আছি।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, যতটুকু জানতে পেরেছি, সাদ্দামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। আর আহত ছিদ্দেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.