জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস হঠাৎ লগআউট হয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে। বিশ্বব্যাপী মেটার এই জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে আচমকা এ সমস্যায় পড়েন। প্রায় এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর রাত সাড়ে ১০টার দিকে আবার সক্রিয় হয় ফেসবুকসহ মেটার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
এর আগে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হয়।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করে।
ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বাংলাদেশে রাত সাড়ে ১০টার দিকে সচল হয় ফেসবুক।