নাচের রিয়ালিটি টিভি শো ‘ঝালাক দিখলা যা’-এর ১১তম সিজনের ফাইনালে বিজয়ীর খেতাব জিতে নিয়েছেন মনীষা রানী। ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করে ইতিহাস তৈরি করলেন মনীষা।
শনিবার সনি টিভিতে গ্র্যান্ড ফিনালের পর্ব প্রচার হয়। ১১তম সিজনের ফাইনালে বিজয়ী হিসেবে ৩০ লক্ষ টাকা পেয়েছেন মনীষা রানি।
তাঁর কোরিওগ্রাফার আশুতোষ পাওয়ার পেয়েছেন ১০ লক্ষ টাকার পুরস্কার। আবুধাবির ইয়াস দ্বীপে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি তুলে দেওয়া হয় মণীষা ও আশুতোষের হাতে। মনীষা ছাড়াও এই ডান্স রিয়ালিটি শোয়ের শীর্ষ চার ফাইনালিস্টের মধ্যে ছিলেন শোয়েব ইব্রাহিম, শ্রীরাম চন্দ্র, অদ্রিজা সিনহা এবং ধনশ্রী ভার্মা। শো’তে মনীষা ও ধনশ্রী দুজনেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী ছিলেন।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, এবারের সিজনে ট্রফির পাশাপাশি প্রাইজ মানি বাবদ মনীষা রানি পেয়েছেন ৩০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬১ হাজার টাকা এবং তাঁর কোরিওগ্রাফার আশুতোষ পাওয়ার পেয়েছেন ১০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা।
বিজয়ী হয়ে মনীষা রানি বলেন, ‘স্বপ্ন সত্যি হয়ে আসার এই জার্নিটা ছোট ছিল না। বিচারক, দর্শকদের সমর্থন, ভালোবাসা পেয়েছি। আমি জানি, এই অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছে এবং সত্যি এটি হয়েছে।
আমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল, আমি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছি।’
‘ঝালাক দিখলা যা’ শোয়ের গ্র্যান্ড ফিনালে শুরু হয় সেরা পাঁচজন প্রতিযোগী নিয়ে। তারা হলেন বিগ বস প্রতিযোগী মনীষা রানি, অভিনেতা শোয়েব ইব্রাহিম, গায়ক এবং ‘ইন্ডিয়ান আইডল-৫’ বিজয়ী শ্রীমা চন্দ্র, অভিনেতা আদ্রিজা সিনহা, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা। ১১ তম আসরে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা আরশাদ ওয়ার্সি, ফারাহ খান ও মালাইকা আরোরা। শনিবার ফাইনালে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ‘মার্ডার মুবারক’ সিনেমার তিন তারকা সারা আলি খান, বিজয় ভার্মা এবং সঞ্জয় কাপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন গওহর খান ও ঋত্বিক ধনজানি।