The news is by your side.

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীকে

0 108

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।

ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিশেল বলেন, আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে মিশেল চিঠির শেষে বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আমার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা গ্রহণ করুন।

Leave A Reply

Your email address will not be published.