সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ গ্রহণ করবে না জেনে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে চায় না। তারা আবারও জনগণের সঙ্গে প্রতারণা করতে মিথ্যাচার করছে ও বিরোধীদলকে অত্যাচার-নির্যাতনের কৌশল বেছে নিয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সুবিধাভোগী ও উচ্ছিষ্টভোগী ছাড়া কেউ আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। সময় থাকতে ক্ষমতা থেকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দেন। না হলে জনগণ জানে কীভাবে অধিকার আদায় করতে হয়।
বিএনপি মহাসচিব বলেন, সরকার হাইকোর্টের নির্দেশনা ‘নো অ্যারেস্ট নো হ্যারেস’ নির্দেশনা মানছে না। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী রাজনীতিবিদদের জোর করে কারাগারে আটকে রাখছে। ২০১৮ সালের নির্বাচনের মতো গায়েবি মামলায় গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করে কারান্তরীণ করা হচ্ছে।