The news is by your side.

কঙ্গোয় বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জনকে হত্যা: জাতিসংঘ

0 142

আফ্রিকার দেশ কঙ্গোয় একটি বাস্তুচ্যুত ক্যাম্পে হামলা চালিয়ে ৪৫ জনের বেশি লোককে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তথ্যমতে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করেছে জাতিসংঘ। এটি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটি থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে জাতিসংঘ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। শান্তিরক্ষা মিশন মনে করিয়ে দিতে চায় যে, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

তিনি ঘটনাস্থলে ৪০ জনের বেশি লাশ পড়ে থাকতে দেখেছেন। রাতে কোনও মতে পালিয়ে বেঁচে যান।

গত সপ্তাহে মাহাগি অঞ্চলের জুকোথ এলাকায় একটি সেনা অবস্থানে হামলা চালিয়ে কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করে কোডেকো যোদ্ধারা।

Leave A Reply

Your email address will not be published.