ফের শহর কলকাতায় গণধর্ষণের অভিযোগ। এ বার কালীঘাট মন্দির চত্বরের দুই ভিক্ষাজীবী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল এক যুবক এবং দুই কিশোরের বিরুদ্ধে।
কালীঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বছর তেইশের যুবক গৌর যাদব ওরফে কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। এক নাবালককেও আটক করা হয়েছে। মেডিক্যাল টেস্ট করানো হয়েছে নির্যাতিতা দুই নাবালিকার।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কালীঘাট মন্দির চত্বর এলাকা ওই দুই কিশোরীকে তুলে নিয়ে যায় তিন জন। আদি গঙ্গার ধারে মাচান্ডি আশ্রমের কাছে তাদের গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে দুই নাবালককে আটক করেছে পুলিশ। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।