The news is by your side.

আলো-আঁধারির খেলায় ঐশ্বর্য্য রাই বচ্চন

0 134

মণি রত্নম-এর পোন্নিয়িন সেলভান ২। পোন্নিয়িন সেলভান ২-এ অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন। চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে ট্রেলার ও গান লঞ্চ হতে চলেছে। ট্রেলার প্রকাশের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন নির্মাতারা।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। মুক্তি পেতে চলেছে মণি রত্নম-এর পোন্নিয়িন সেলভান ২। তবে এই টিজার মুক্তির আগেই অন্য এক টিজার দেখা গিয়েছিল।

চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে ট্রেলার ও গান লঞ্চ হতে চলেছে। স্টেডিয়াম সেজে উঠেছে আলোকমালায়।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিয়ো পোস্ট করেন ঐশ্বর্য্য। বুধবার টিজার মুক্তি পেতে চলেছে। তার আগেই আরও একবার ভক্তদের তা মনে করিয়ে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। তবে সেই ভিডিয়ো দেখে অবাক তাঁর ফ্যানেরা। সিনেমায় তাঁর রাজকীয় লুক নজর কেড়েছিল আগেই।

এই ভিডিয়োতে তাঁকে সুন্দরের পাশাপাশি আকর্ষণীয়ও লাগছে। দেখা যাচ্ছে একটি প্রদীপ হাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আলো-আঁধারির খেলায় তাঁর চোখে ফুটে উঠেছে এক রহস্যময় ভাব।

 

Leave A Reply

Your email address will not be published.