The news is by your side.

প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ, স্বাধীনতাকে কটাক্ষ করার শামিল : তথ্যমন্ত্রী

0 134

 

২৬ তারিখ অনলাইনে (প্রথম আলোর) যে সংবাদটি পরিবেশন করা হয়েছে, এটি অবশ্যই রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে। স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সংবাদপত্রের বিজ্ঞাপনে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে…, জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতার প্রতীক, সেখানে একটা ছেলেকে ১০ টাকা দিয়ে ফুসলিয়ে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হয়েছে। সে যেটি বলেনি সেটি প্রচার করা হয়েছে। এটি ঠিক হয়নি বলেই তো তারা (নিউজ) সরিয়ে নিয়েছে। এখানে অবশ্যই রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি আগে বললে ভালো হতো বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে একমত, তাকে (শামসুজ্জামান) গ্রেফতার করার পর, তাকে গ্রেফতার করা হয়েছে— এ কথাটি বললে ভালো হতো।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অনলাইন ভার্সন প্রেস কাউন্সিলের অধীনে আসেনি। অনলাইন নিউজ মিডিয়া ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন অব প্রেস কাউন্সিল, অর ফেসবুক পেজ অব এনি নিউজ পেপার ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন অব প্রেস কাউন্সিল এবং প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া আর কোনও ক্ষমতা নাই।’

হাছান মাহমুদ বলেন, ‘তাকে যখন গ্রেফতার করা হয়, তার আগে মামলা হয়েছে। মামলা হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। তাকে ২৪ ঘণ্টার মধ্যে কোর্টে প্রডিউস করা হয়েছে। এখন প্রথম আলো যে ব্যাখ্যা দিয়েছে কোর্টে সে ব্যাখ্যা দেবে, কোর্ট সেটার বিচার করবে।’

তিনি বলেন, ‘তুলে নেওয়া এবং গ্রেফতার হওয়ার মধ্যে পার্থক্য আছে। কাউকে অপরাধবিহীনভাবে কেউ যদি নিয়ে যায়, সেটাকে বলা হয়  তুলে নেওয়া। আর কারও অপরাধ হয়েছে, মামলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগে কাউকে যদি নিয়ে যায়— সেটা হচ্ছে গ্রেফতার করা। তাকে গ্রেফতার করা হয়েছে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি যদি কাউকে আঘাত করে আহত করি এবং এরপর স্যরি বলি, তাহলে কি আমার অপরাধ ঢেকে যায়?’

তিনি বলেন, ‘ভুল। রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হেনে সেটি কি ভুল? ভুল যদি হয় তারা সেটা আদালতে ব্যাখ্যা দেবে। কিন্তু যে সংবাদটি পরিবেশন করা হয়েছে, সেটি এখনও ফেসবুকে আছে। এখনও তো সামাজিক যোগাযোগমাধ্যমে আছে। সরে গেলেও তো সরে যায় না যেকোনও জিনিস।’ ভুল হতে পারে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন পাল্টা প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘গার্ডিয়ানের জানুয়ারি মাসের রিপোর্ট, ‘এভরি ডে ৯ পার্সেন্ট ইজ অ্যারেস্টেড ইন ইউকে, বিকজ অব দ্য ডিজিটাল অফেন্স। ডিজিটাল অফেন্সের কারণে পার ডে অন ইন অ্যাভারেজ ৯ পার্সেন্ট ইজ অ্যারেস্টেড।’ আমাদের দেশে হচ্ছে? হচ্ছে না। কারণ, এ আইন সব মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য।’

Leave A Reply

Your email address will not be published.