প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় স্বীকৃতির এ দাবি জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদের আত্মত্যাগ কখনো বৃথা যায়নি, যাবেও না।’
আজ শনিবার সকালে গণভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বক্তব্যে পাকিস্তানি হানাদারদের নৃশংসতার কথা উল্লেখ করেন সরকারপ্রধান। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে, ২৫ মার্চ কালরাতকে জাতীয় গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য লাখো মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। উন্নত-সম্মৃদ্ধ হয়েই এগিয়ে যাবে দেশ। পরে সংসদীয় বোর্ডের বৈঠকে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।