The news is by your side.

আইপিএলের জন্য জাতীয় দল থেকে ছুটি সাকিব-লিটন

0 127

জাতীয় দলের টানা আন্তর্জাতিক ব্যস্ততার মাঝে ছুটি চেয়ে বসলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস আর মুস্তাফিজুর রহমান।

৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর। সেই আসরে খেলবেন বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার। এর মাঝে সাকিব আর লিটন বিসিবির কাছে ছুটি চেয়েছেন। যদিও বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

সাকিবদের ছুটি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল। তাই এই টেস্ট থেকে ছুটি চেয়েছেন অধিনায়ক সাকিব আর লিটন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান অনেকদিন ধরেই টেস্ট খেলেন না, তাই তার শুধু এনওসি হলেই চলবে।

এবারের আইপিএলে সাকিব-লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.