The news is by your side.

নোরা ফাতেহির সঙ্গে রোমান্সে মজেছেন অক্ষয়!

0 171

বলিউড ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির সঙ্গে রোমান্সে মজেছেন বলিউডের এই সুপারস্টার! সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে সারা শরীরে রোদ মেখে নিয়েছেন নোরা ফাতেহি।

‘সেলফি’ ছবির ‘কুড়িয়ে নি তেরি’ গানের তালে পা মেলাচ্ছেন অক্ষয়-নোরা।

ভিডিওর সেই ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘নোরা যেকোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালাতে পারে। তুমি কি পারো?’ সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, ‘টুইঙ্কেলকে বলেছেন, এ কথা?’

এমন প্রশ্নের উত্তরে স্ত্রী টুইঙ্কল খান্না লেখেন, ‘আচ্ছা, এ কথা!’ পরবর্তীতে বিষয়টি নিয়ে ভক্তরাও বেশ মজা করেন। তবে এ বিষয়ে অক্ষয় আর কোনো মন্তব্য জানাননি।

২০১৮ সালে মুক্তি পাওয়া দ্য প্রোফেসির ‘ভাইব’ গানটির রিমেক ভার্সন ‘কুড়িয়ে নি তেরি’। গানটি রিক্রিয়েট করেছেন তানিষ্ক বাগচী। গেয়েছেন প্রোফেসি এবং জাহরা খান।

আগামী ২৪ ফ্রেব্রুয়ারি মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিটি। এটি মালায়ালাম ‘ড্রাইভিং লাইসেন্স’ ছবির হিন্দি রিমেক। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়ানা পেন্টি প্রমুখ।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.