বিনোদন ডেস্ক
তৃণা সাহা। ‘বালিঝড়’ নামে নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানালেন হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
অভিনেত্রী জানান, বৃহস্পতিবার সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং অ্যামার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সে-ই তৃণাকে ফোন করে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।
লোকটি বলছে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তাঁর ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনওদিন নামও শোনেননি।
অভিনেত্রী বলেন, আমি কখনোই চাই না, কারও নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি।
অভিনয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় তৃণা। মাসখানেক ধরে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল-তৃণা। ২ বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন আসে।