The news is by your side.

মার্চ-এপ্রিলে ঢাকামুখী বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির

0 193

 আন্দোলন চাঙ্গা করতে তৃণমূলে কর্মসূচি দিয়েছে বিএনপি। ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত এই আন্দোলন জোরদার করে আগামী মার্চ কিংবা এপ্রিলে ঢাকামুখী বড় ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি। এর মাধ্যমে সরকারকে বড় ধরনের চাপে ফেলতে চায় বিএনপি।

দলীয় সূত্রগুলো বলছে, চলমান কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে পারলে এটিই হতে পারে বিএনপির চূড়ান্ত আন্দোলন।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, তৃণমূলের এবারের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাচ্ছে গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের বিক্ষোভ এবং পরে বিভাগীয় গণসমাবেশগুলো। ওই সময় জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি ব্যাপক সাড়া জাগিয়েছিল বলে মনে করেন তাঁরা।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, সরকারের মেয়াদ যত কমে আসছে, ততই আন্দোলনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা করছেন তাঁরা। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমঝোতার সম্ভাবনাও কমতে থাকবে। ফলে সরকার পতনের চূড়ান্ত আন্দালন মাথায় রেখে পরিকল্পনা করছে দলটি।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করতে গত ৪ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার ইউনিয়ন পর্যায় থেকে আমরা পদযাত্রা শুরু করব। এরপর উপজেলা ও জেলা কর্মসূচি হবে। এরপর ঢাকামুখী কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’

 

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়ালসভায় দলের নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। তাঁদের বিশ্লেষণ, আগামী কয়েক মাসে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে। রমজানে অর্থনৈতিক সংকট দেখা দেবে। আন্দোলন দানা বাঁধলে রোজার মধ্যেও বড় কর্মসূচি নিয়ে ঢাকামুখী হওয়া যেতে পারে।

বিএনপির গুরুত্বপূর্ণ দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের নানা সংকটের কারণে তৃণমূল পর্যায়ের পদযাত্রায় মানুষের সম্পৃক্ততা থাকবে অনেক বেশি। এতে আন্দোলনের গতি বাড়বে। ধারাবাহিক এই কর্মসূচি পালনের মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হবে, যা গত বছর বিভাগীয় সমাবেশ ঘিরেও তৈরি হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গত বছর বিভাগীয় সমাবেশ সরকার পতনের জন্য ছিল না। এবার আমরা যুগপত্ভাবে সরকার পতনের আন্দোলন শুরু করেছি। তৃণমূল থেকে ধাপে ধাপে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে।’

ঢাকায় আরো পদযাত্রা হবে : রাজধানী ঢাকায় আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। এর আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ১২ ফেব্রুয়ারি রবিবার শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আমরা ইউনিয়ন পর্যায়ে গেছি। এর মূল কারণটা হলো, দেশের পুরো জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা।’

ন্যূনতম দাবির যৌথ ঘোষণা আসছে : বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দাবিগুলোকে সংক্ষিপ্ত করে ন্যূনতম দাবির যৌথ ঘোষণা দেওয়ার কাজ শুরু হয়েছে। এ নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে অন্যান্য দল ও জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে।

১০ ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করেছিল। একই দিন অন্যান্য দলও তাদের দাবি উত্থাপন করে। এসব দাবির পরিধি ছোট করে এখন যৌথ ঘোষণা দেওয়া হবে।

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ন্যূনতম দাবির যৌথ ঘোষণা নিয়ে অন্য দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ন্যূনতম দাবির প্রস্তাব তৈরি করে বিএনপির স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.