The news is by your side.

মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা, রানীর বেশে নোরা ফাতেহি

0 105

নতুন লুকে তাক লাগালেন বলিউডের মডেল-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কম্পন ধরাতে দারুণ পটু তিনি। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি কম নয়। তারই চলক দেখালেন আরও একবার।

বেশকয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, নোরার পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি। মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। দেখতে পুরোপুরি রানীর বেশ।

দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা ফাতেহি।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

Leave A Reply

Your email address will not be published.