The news is by your side.

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ে ফিরলো লস ব্লাঙ্কোসরা

0 97

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগের লিগ ম্যাচে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। সুযোগ নিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ে ফিরলো লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেননি কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি। গোল মুখে দুই শটের বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে হেড থেকে গোল করেছিলেন অ্যান্তোনি রুডিগার। কিন্তু বিল্ডআপে ফাউল থাকায় তা বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই গোল করে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৫২ মিনিটে মার্কো অ্যাসেনসিও দলকে লিড এনে দেন। রাইট উইঙ্গে খেলা এই স্প্যানিশকে দিয়ে গোল করান করিম বেনজেমা।

দুই মিনিট পরেই গোল করেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। প্রতিপক্ষের অর্ধের শুরু থেকে বল নিয়ে দ্রুততায় সঙ্গে বক্সে ঢুকে নিঁখুত শটে গোল করেন তিনি। তার ওই গোলেও সহায়তা দিয়েছেন বেনজেমা। ভিনি-বেনজেমা-অ্যাসেনসিওর জুটিতে ২-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে রিয়াল। বার্সার চেয়ে তারা এখনও পাঁচ পয়েন্ট পিছিয়ে।

রিয়ালের জয়ের এই ম্যাচে ঘটেছে ভয়ঙ্কর এক ফাউলের ঘটনা। ম্যাচের ৭২ মিনিটে ড্রিবলিং করা ভিনিকে সামনে থেকে সজোরে কিক মেরে বসেন ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল পুলিস্তা। তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা হয়। ভয়ঙ্কর ফাউল করেও লাল কার্ড দেখানোয় রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.