The news is by your side.

মাত্র ৫০০ টাকা নিয়ে বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা রানাউত

0 111

কঙ্গনা রানাউত, জনপ্রিয় অভিনেত্রী । জীবনের নানা সময়ে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে অভিনেত্রীকে। অনেক সময়ই নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।

আর এ কারণে তার টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছিল সংস্থাটির কর্তপক্ষ। কয়েদিন আগেই প্রায় ২০ মাস পর অ্যাকাউন্টটি ফেরত পেয়েছেন কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘গ্যাংস্টার’ খ্যাত এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, জীবনের প্রতি মুহূর্তেই কোনো না কোনো চ্যালেঞ্জ নিয়ে মোকাবিলা করেছি।

মুম্বাইতে যখন তিনি পা রেখেছিলেন, তখন অভিনেত্রীর সঙ্গে মাত্র ৫০০ টাকা ছিল বলে জানান কঙ্গনা। তাই কখনও যদি সর্বস্বান্তও হয়ে যাই, সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে আমার। টাকাপয়সা, সম্পত্তি বড় কিছু নয়, এমনকি এসবের কোনও মূল্যই নেই আমার কাছে।

‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এ ছাড়াও এতে আরও রয়েছেন অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরে ছবিটি মুক্তিতিপাবে বলে জানা গেছে।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.