The news is by your side.

অনন্যা অতীত, নোরার প্রেমে মজেছেন শাহরুখপুত্র আরিয়ান!

0 145

 

অনন্যা পান্ডের সঙ্গেও আরিয়ানের প্রেমের চর্চা কম হয়নি। মাদককাণ্ডে যখন গ্রেফতার হয়েছিলেন আরিয়ান, তখন নাম জড়িয়েছিল অনন্যারও। দু’জনের গভীর বন্ধুত্বের কথা তখন থেকেই সকলের জানা। তবে এবার কোনও তারকা- সন্তান নন, আরিয়ানের মন মজেছে নাকি বলিপাড়ার অন্যতম চর্চিত মরোক্কান সুন্দরী নোরা ফাতেহিতে।

বলিউডের ‘দিলবার গার্ল’ এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় তারকা। যদিও বলিউডে নিজের মাটি শক্ত করাটা সহজ ছিল না নোরার জন্য। কিন্তু এখন নোরার ওঠাবসা সবটা বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে।

কখনও মালাইকার সঙ্গে দেখা গেছে তাকে। কখনও আবার ডাক পেয়েছেন করন জোহরের পার্টিতে। এবার একই অনুষ্ঠানে দেখা গেল আরিয়ানের সঙ্গে। তবে এই প্রথম নয়, আজকাল নাকি বিভিন্ন সময় একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদের। এক কথায় ঘনিষ্ঠতা বাড়ছে দু’জনের।

সম্প্রতি এক রেডিট ব্যাবহারকারী আরিয়ান ও নোরার সঙ্গে আলাদা আলদা ছবি দেন। কিন্তু ক্যাপশনে লেখেন, “তোমাদের দু’জনের সঙ্গে দেখা করে ভাল লাগল।”

এরপরই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন নেটিজেনরা। বছর পঁচিশের আরিয়ানের সঙ্গে সত্যি সত্যি কি প্রেমে করছেন বলিউডের এই আইটেম গার্ল?

 

Leave A Reply

Your email address will not be published.