The news is by your side.

কালো বিকিনিতে বন্য আবেদনে পারদ চড়াচ্ছেন মৌনী রায়

0 126

 

বলিউড অভিনেত্রী মৌনি রায় মানেই উষ্ণতা! অভিনেত্রী মৌনি বরাবরই তার হটনেস এর জন্য বেশ খ্যাত। স্টাইল স্টেটমেন্ট হোক কিংবা বোল্ডনেস মৌনিকে টেক্কা দেওয়া মুখের কথা নয়।

ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন মৌনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে একটিভ থাকতে দেখা যায় মৌনিকে।

আর সেই সোশ্যাল মিডিয়াতেই বারবার সেক্সি অবতারে সামনে এসে সকলকে চমকে দেন অভিনেত্রী। তার স্লিম ফিট চাবুক ফিগার ও কিলার দৃষ্টিতে মুগ্ধ বহু দর্শক।

যখন মৌনী নাগিন করলেন, তখন থেকে দর্শকরা বুঝে গিয়েছেন এই বঙ্গ তনয়া যেমন ভালো অভিনেত্রী ঠিক ততটাই স্টাইলিশ।

মৌনী রায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে দেখা যায় তার ফ্যাশন সেন্স কতটা শক্তিশালী। মৌনী রায় যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিকিনি পরিহিত ছবি শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। সম্প্রতি অভিনেত্রী তার নিজের ইনস্টাগ্রাম পেজে একটি উজ্জ্বল কালো লেহেঙ্গা চোলিতে ছবি শেয়ার করেছেন।

তাঁর এই লুক সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াচ্ছে। চোখ সরানো যাচ্ছে না তাঁর দিক থেকে । এবার কালো রঙের বিকিনি পরে অনুরাগীদের মন জয় করলেন বলিউডের বাঙালি কন্যা। সাধারণ দেখতে লাগছে নাগিন সুন্দরীকে।

প্রসঙ্গত, সূরয নাম্বিয়ারের সঙ্গে সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েন মৌনী রায়।

বিয়ের পরও ফটোশ্যুট থেকে সিনেমা, একের পর এক কাজ করে দর্শকদের মন জয় করে নিচ্ছেন মৌনী।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.