The news is by your side.

জন্মদিনে সঙ্গীতা বিজলানির কপালে গাঢ় চুম্বন এঁকে দেন সলমন খান!

0 149

 

জন্মদিনে অবস্থান বদলালেন সলমন খান! জন্মদিনে ভাইরাল তাঁর একটি মন্তব্য। এ বার তিনি বাবা হতে চান।

তাঁর সন্তানের মা কে হবেন? সে বিষয়ে অদ্ভুত এক শর্ত রেখেছেন অভিনেতা। ‘ভাইজান’ জানিয়েছেন, তিনি বাচ্চা ভালবাসেন। তাই তাঁর সঙ্গে ভাইপো বা ভাগ্নে-ভাগ্নীদের খুব ভাব। সেই জায়গা থেকেই সন্তানের বাবা হতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু তিনি সন্তানের মা-কে জীবনে আসতে দিতে চান না। যার জেরেই তিনি বিয়ে করেননি এখনও। যদিও এই মতামত অনেক পুরনো।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এ কথা তিনি বলেছিলেন। জন্মদিন উপলক্ষে সলমনের বক্তব্য নতুন করে ঘুরছে সামাজিক পাতায়। সেই সময় তিনি বলেছিলেন, সন্তানদের দেখভানের জন্য তাঁদের মাকে অবশ্যই প্রয়োজন। কিন্তু তাঁর তৈরি গোটা একটা গ্রাম আছে। তাই সন্তান মানুষের জন্য সন্তানের মাকে তাঁর প্রয়োজন নেই!

কয়েক বছর আগের সলমন আর ৫৭-র সলমনের মধ্যে কি সামান্যতমও ফারাক ঘটেছে? নইলে, তাঁর জন্মদিনে উপলক্ষে তারার মেলা।

কার মধ্যে বেছে বেছে প্রথম বান্ধবী এবং প্রথম প্রেম সঙ্গীত বিজলানির কপালেই চুমু খেলেন তিনি! এ দিন সলমন-সঙ্গীতার ছবিও ভাইরাল।

যা দেখে সবাই বলছে, সন্তানের মা সঙ্গীতা হলে বোধহয় আপত্তি নেই সলমনের! কারণ, প্রকাশ্যে এভাবে কোনও রমণীকে জড়িয়ে ধরে তাঁর কপালে চুম্বন একেঁ দেন না সলমন।

ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, সলমনের বাড়ি থেকে বেরিয়ে আসেন সঙ্গীতা। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসেন ভাইজান। দুজনে গাড়ি আসার জন্য অপেক্ষাও করেন। গাড়ি চলে এলে পরস্পর পরস্পরকে আলিঙ্গনে বেঁধে ফেলেন। তারপরেই সলমন গাঢ় চুম্বন এঁকে দেন সঙ্গীতার কপালে।

 

Leave A Reply

Your email address will not be published.