দিশা পাটানি । মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়।
তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
বেশিরভাগ সময় নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। অভিনয়ের পাশাপাশি একাধিক সাহসী ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন তিনি, তার ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন।
অভিনেত্রী এই মুহূর্তে নিজের যে ছবিগুলির সূত্র ধরে চর্চিত হচ্ছেন, সেটি ‘স্পেড অফ মডেলস্’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল।
প্রায়ই অভিনেত্রীকে বিকিনি, মনোকিনি কিংবা জিম লুকে দেখা যায়। এবারেও অন্যথা হয়নি তার। এবার অভিনেত্রীর জিম লুকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সবকটিই ছবিই আয়নার দিকে তাকিয়ে তুলেছেন অভিনেত্রী।
তিনি যে নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীকে দেখলেই সেকথা স্পষ্ট হয়। তবে আপাতত অভিনেত্রীর ভাইরাল হওয়া জিম লুকের এই ছবিগুলি সেকথাই আবারো প্রমাণ করে দিয়েছে।
এই মুহূর্তে অভিনেত্রীর এই ছবিগুলো রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটদুনিয়ায়। তাপমাত্রা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ারও। তাকে দেখে ঘাম ঝরছে ভক্তদেরও।
সম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি কোন না কোন সময় নিজেই শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তার মধ্যে থেকেই চারটি সুপার বোল্ড ছবি পুনরায় ভাইরাল হয়েছে, যা নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।