কাতার বিশ্বকাপের সময় যতই গড়াচ্ছে, ততই যেন বাড়ছে চোটের আক্রমণ। সম্প্রতি চোটের কারণে বাইরে চলে গেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেলেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো পেরেইরা। কবে তিনি ফিরতে পারবেন- সে সম্পর্কে কিছু বলা হয়নি।
আজ রবিবার পর্তুগাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত শনিবার অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে পেরেইরার। এদিকে পর্তুগিজ সংবাদমাধ্যম দাবি করেছে, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না পেরেইরা। পর্তুগাল যদি নক-আউট পর্বে যেতে পারে, সেখানেও ৩১ বছর বয়সী এই ফুটবলারের খেলা নিশ্চিত নয়।
আগামীকাল সোমবার উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপের দলটি নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় ঘানাকে। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন পেরেইরা। গ্রুপের শেষ ম্যাচে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তার আগে পেরেইরাকে হারানো পর্তুগালের জন্য বড় ধাক্কাই বটে।