এ বছরের মাঝামাঝি সময়ে টলিউড সিনেমা “বিবাহ অভিযান ২”-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের জন্য নুসরাত ফারিয়া সব রকম প্রস্তুতি থাকলেও অনির্দিষ্টকালের জন্য সিনেমার কাজ থেমে যায়। তবে শেষ পর্যন্ত অনেক প্রতিকূলতার পর টলিউড সিনেমাটির শুটিং শুরু হয়েছে, সেই সঙ্গে সেটে যোগ দিয়েছেন নুসরাত ফারিয়াও।
শুটিং শুরু হওয়ার পর ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমায় চরিত্রগুলোর লুক। সেখানে পাওয়া গেছে নুসরাত ফারিয়াকেও। তেমন পরিবর্তন আসেনি তাঁর লুকে।
প্রথম কিস্তির মতো এ পর্বেও আধুনিক ও স্বাধীনচেতা নারীর মতোই দেখা যেতে পারে তাঁকে। ফারিয়া বলেন, ”বেশ বিরতির পর ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। শিগগিরই শুটিং শেষ করে দেশে ফিরব।”
“বিবাহ অভিযান ২” মূলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “বিবাহ অভিযান” সিনেমার সিক্যুয়েল। সেবার তার সঙ্গে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ। “বিবাহ অভিযান ২” ছবিতেও তারা থাকবেন।
এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব:একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।