The news is by your side.

বিএনপির মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না: কাদের

0 147

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতি শুরু হয়েছে, সেই বিএনপি ও তাদের নেতাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না।

বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বিএনপি মহাসচিবসহ বিএনপির অন্যান্য নেতাদের বিভিন্ন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে একথা বলেন।

দেশের জনগণ ভালো করেই জানে বিএনপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির ভরকেন্দ্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে।

তিনি বিবৃতিতে আরও বলেন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের জন্য বিএনপি মহাসচিবের ছদ্মবেশ ধারণ দেশের জনগণের সঙ্গে এক ধরনের পরিহাস।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগের হাত ধরেই, এমন দাবি করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, তাও গণতন্ত্র বিকাশ ও তা সমুন্নত রাখতে আওয়ামী লীগই সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.