The news is by your side.

কংগ্রেস ডুবন্ত জাহাজ, টাইটানিক: মোদী

0 897

 

 

কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিরোধী শিবিরকে ডুবন্ত জাহাজ, টাইটানিকের সঙ্গে তুলনা করলেন৷এক জনসভায বক্তব্য পেশ করতে গিযে তিনি বলেন, এবার তাদের অবস্থা আরও খারাপ৷ কংগ্রেস যেন টাইটানিক৷ প্রতিটি দিন অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু একটু করে ডুবছে৷

মোদী কটাক্ষ করে বলেন, আমজনতার পাশাপাশি কংগ্রেসের শরদ পাওয়য়ার, প্রফুল্ল প্যাটেল এবং রাজীব সতভের মতো অন্যান্যরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওার শ্রেয় মতিনি আরও বলেন, কংগ্রেস নিজেই সমস্যার মদ্যে রয়েছে৷ নামদার(রাহুল গান্ধী) ওয়েনাড় থেকেও লড়ছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ আমেঠিতে তিনি জিতবেন কিনা তা তাঁর কাছেও অনিশ্চিত৷ মাইক্রোস্কোপিক অন্যানালিসিসের পর এমন একটি কেন্দ্র থেকে তিনি লড়ছেন, যেখানে সংখ্যাগরিষ্ঠরা (হিন্দু) সংখ্যালঘু৷ আমেঠিবাসীকে কংগ্রেস প্রেসিডেন্টের এই অপমানের কথাও মনে করাতে ভুললেন না মোদী৷ এর পাশাপাশি কংগ্রেসের জোট নিয়েও কটাক্ষ করেন তিনি৷ তিনি বলেন, ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লা ২জন প্রধানমন্ত্রী চান৷ একজন দিল্লি থেক, অন্যজন কাশ্মীর থেকে৷ এমনকি নির্বাচনী লড়াইয়েও তাঁরা অংশগ্রহণ করছেন না৷

দেশকে ভেঙে দিতে, দেশের সেনা দুর্বল করতে চায় কংগ্রেস৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের প্রমাণ দাবি করা থেকেই তাদের এই মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে বলে জানান মোদী৷ তাই তিনি মহারাষ্ট্রের সকলের কাছে বিজেপিকে ফের ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান৷

 

Leave A Reply

Your email address will not be published.