The news is by your side.

সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

গর্বাচেভের নেতৃত্বে রাশিয়ার যাত্রা

0 157

 

 

সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর একটি হাসপাতালে তিনি মারা যান।

মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটাল বলেছে, গর্বাচেভ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান।

গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত পতনের আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং স্নায়ুযুদ্ধের অবসান হয়।

সোভিয়েত ইউনিয়নের পতন ইউরোপের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি দেশকে স্বাধীনতা এনে দেয় এবং আধুনিক রাশিয়া রাষ্ট্রের যাত্রা শুরু হয়। যদিও এখন ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির এই অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে আবারও পশ্চিমাদের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে গর্বাচেভের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা হবে। রাইসা ১৯৯৯ সালে মারা যান।

১৯৮৫ সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হওয়ার পর গর্বাচেভ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ দিয়ে শাসন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তিনি ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করা থেকেও বিরত ছিলেন। কিন্তু পরবর্তী দুই বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়। যদিও পতন ঠেকাতে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.