The news is by your side.

ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন সানিয়া মির্জা!

0 247

 

ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন সানিয়া মির্জা! মঙ্গলবার নিজেই এই দুঃসংবাদ দিয়েছেন ভারতের টেনিস সুন্দরী। দুই সপ্তাহ আগে কানাডায় খেলতে গিয়ে তাঁর ফোরআর্ম এবং কনুইয়ে চোট লাগে৷ সেই চোটই ইউএস ওপেন থেকে ছিটকে দিল সানিয়াকে।

আজ সকালে সানিয়া লেখেন, ‘হাই বন্ধুরা, একটা দ্রুত আপডেট। তেমন ভাল কোনও খবর নয়। দু’ সপ্তাহ আগে কানাডায় খেলতে গিয়ে ফোরআর্ম-কনুইয়ে চোট পেয়েছিলাম। তখন বুঝতে পারিনি চোট কতটা গুরুতর, কাল স্ক্যান করিয়ে জানতে পারলাম। এমনকী টেন্ডনের কিছুটা অংশ ছিঁড়েছে।’

সানিয়া আরও জানান, ‘আমি বেশ কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকব। তাই ইউএস ওপেন থেকে নিজের নাম তুলে নিলাম। এটা একদমই আদর্শ নয় এবং খারাপ সময়ে হল। আমার অবসরের প্ল্যানও এজন্য পাল্টাবে। যা হবে সব আপনাদের জানাব। আমার তরফ থেকে সবাইকে ভালবাসা।’

Leave A Reply

Your email address will not be published.