বরিশাল অফিস
ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় নবম শ্রেনীর তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ছাড়পত্রের বিষয়টি ভিশননিউজ২৪.কমকে নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান জানান, স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে প্রায়ই ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়ায় এবং টিকটকে ব্যস্ত থাকে এই তিন ছাত্রী।
অভিযোগে তদন্ত সাপেক্ষে তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও বিদ্যালয় শিক্ষকদের কাছে আসে। এরপর সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে তুলে ধরা হয় এবং বিদ্যালয়ের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ রক্ষায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।