The news is by your side.

৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার জিতল ‘টুয়েলভথ ফেল’ সিনেমা

0 128

 

২৮ জানুয়ারি ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠিত হলো গুজরাটের গান্ধীনগরে। এবারের ফিল্মফেয়ারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘টুয়েলভথ ফেল’। ফিল্মফেয়ারেও জয়জয়কার বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি রণবীর ও আলিয়ার। দুজনেই পেলেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীদের তালিকায় নাম রয়েছে রানি মুখার্জি, শাবানা আজমি, শেফালি শাহ, বিক্রান্ত মাসে-দের। তবে মনোজ বাজপেয়ী এবং ববি দেওলের ফিল্মফেয়ার না পাওয়া হতাশ করেছে ভক্তদের।

সহ অভিনেতা হিসেবে ভিকি কৌশলকে দেয়া নিয়েও চলছে সমালোচনা, ভক্তদের আশা ছিল, ‘স্যাম বাহাদুর’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতবেন ভিকি। হতাশ হয়েছেন অরিজিৎ সিং-এর ভক্তরাও।

রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানের পারফরম্যান্স জমজমাট ছিল অনুষ্ঠান। করণ জোহর, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মনীশ পল ছিলেন সঞ্চালনায়।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা:

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়): টুয়েলভথ ফেল

সেরা চলচ্চিত্র (সমালোচক): জোরাম

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)/শেফালি শাহ (থ্রি অফ আস)

সেরা সহ-অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরম রং-পাঠান)

উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্যাওয়ার্ড): শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিমেল)

সেরা গল্প: অমিত রাই (ওএমজি ২)/ দেবাশীষ মাখিজা (জোরাম)

সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)

সেরা সিনেমাটোগ্রাফি: অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

সেরা কস্টিউম ডিজাইন: শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)

সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ডেবিউ পরিচালক: তরুন দুদেজা

সেরা ডেবিউ পুরুষ: আদিত্য রাওয়াল (ফরজ)

সেরা ডেবিউ নারী: অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

Leave A Reply

Your email address will not be published.