The news is by your side.

৪০ দিন নীরব ছিলাম, এটি আমার আত্মাকে আঘাত করেছে:ব্রাজিলের প্রেসিডেন্ট

নীরবতা ভাঙলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো

0 144

 

অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা ডা. সিলভার কাছে হারের পর দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

শুক্রবার প্রেসিডেন্সিয়াল বাসভবনের গেটে দাঁড়িয়ে এক ভাষণে বলসোনারো বলেন, প্রায় ৪০ দিন নীরব ছিলাম, এটি আমার আত্মাকে আঘাত করেছে।

গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর থেকে একেবারে নিশ্চুপ ছিলেন বলসনারো। তাকে প্রকাশ্যে মাত্র একবার দেখা গেছে।

বলসনারো বলেন, ‘বস্তুত গত ৪০ দিন ধরে আমি নীরব ছিলাম। এটি আমাকে আঘাত করেছে, আমার আত্মাকে আঘাত করেছে। আমি সবসময়ই তোমাদের মাঝে সুখী লোক ছিলাম, এমনকি লোকজনের মাঝে ছিলাম জীবনের ঝুঁকি নিয়েও।

আগামী ১ জানুয়ারি পর্যন্ত বলসনারো দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন।

Leave A Reply

Your email address will not be published.