সারাদেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
গৃহহীনমুক্ত জেলাগুলো হচ্ছে নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট।
গৃহহীন ও ভূমিহীনদের মাঝে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের তিন জেলার তিনটি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব ঘর হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম একটি পরিবারও গৃহহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় আমরা গৃহহীনদের ঘর করে দিচ্ছি। আমাদের পদক্ষেপের ফলে দেশের ৭ জেলা ও ১৫৯টি উপজেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত। সেখানে আর কোনো মানুষ ভূমিহীন নেই, গৃহহীন নেই। এর আগে ৫২টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছিলাম। ইনশাল্লাহ একটি জেলাতেও কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।’