The news is by your side.

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত

0 454

 

 

হেফাজতে ইসলামের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের সম্মেলনের প্রথম পর্ব শেষে একটি বিশ্বস্ত সূত্র এ কথা জানায়।

রবিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনে রয়েছেন- আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ ৪০০ প্রতিনিধি।

হেফাজতে ইসলামের নতুন কমিটিতে কে আসছেন তা এখনো জানা যায়নি। তবে হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম।

শেষ পর্যন্ত সংগঠনটির আমির ও মহাসচিবসহ নানা পদে কারা আসছেন দুপুরের পর সম্মেলন শেষে জানা যাবে।

এদিকে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানি ও তার অনুসারীরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটি অবৈধ।

 

Leave A Reply

Your email address will not be published.