The news is by your side.

হিন্দি ছবি চলবে কী করে?   কঙ্গনা রানাউত

বলিউড তারকাদের ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলেন

0 279

 

 

দক্ষিণী অভিনেতা বলিউডের বাজার দখল করছেন। মার খাচ্ছে বহু হিন্দি ছবি। হালফিলে গুটিকয়েক হিন্দি ছবি ছাড়া বক্স অফিসে শোরগোল ফেলেছে মূলত তামিল, তেলুগু ছবিই। কেন এমন হাল? কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন কঙ্গনা রানাউত।

পর্দার ‘কুইন’-এর সাফ কথা, বলিউডের এই তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢং-য়ে উচ্চারণে অভ্যস্ত। সংলাপই বোঝা দায়। তাঁর প্রশ্ন, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কী ভাবে?

ইদানীং নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। তবে তার ফাঁকেই নিজস্ব কায়দায় বিতর্কিত মন্তব্যের সুযোগও হাতছাড়া করেননি।

অভিনেত্রী বলেন, ‘‘বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।’’

এ হেন নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাঁদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, ‘‘কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের (হিন্দি) উচ্চারণই তো অন্য ধরনের।’’ তাঁর প্রশ্ন, ‘‘দর্শকদের কাছে এঁদের যোগাযোগ হবে কী ভাবে?’’

 

Leave A Reply

Your email address will not be published.