বাংলাদেশের সাবেক হেড কোচ হাথুরুসিংহে আবার এখানে ফিরে জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন, এমন সম্ভাবনা আরও জোরাল হয়েছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গারের মন্তব্যের পর। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন হাথুরু। দুই ধাপে নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি।
প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। পরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিং আর মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে প্রত্যাশার চেয়েও বড় বড় সাফল্য পায় বাংলাদেশ।
গুঞ্জন ওঠে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছিল। পরে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হন হাথুরু। বিসিবি তাকে রাখতে চাইলেও নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরে যান জন্মভূমিতে। সেখানে সাফল্য পাননি। পরে ২০২০ সালে ফিরে যান অস্ট্রেলিয়ায়।