The news is by your side.

হাতে বেশি অস্ত্র থাকলে সব ব্যবহারের দরকার পড়ে না : সাকিব আল হাসান

0 120

 

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে মাত্র ১৬ ওভার বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। প্রথম ইনিংসে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে কারণ সম্পর্কে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, হাতে বেশি অস্ত্র থাকলে সব ব্যবহারের দরকার পড়ে না।

সাকিব বলেছেন, ‘বোলিং না করার কোন ব্যাখ্যা নেই। বোলিং করতেই হবে এমন কথা নেই। হাতে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সবগুলো ব্যবহারের দরকারও নাই।’ বোলিং নিয়ে পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ছাড়া বাংলাদেশের বোলিং চলে না? আমাদের অনেক বোলার আছে। যারা প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো। তাদের ওপর বিশ্বাস ছিল আমার।’

ঢাকার উইকেট স্পিনাররা সুবিধা বেশি পান। তাইজুল যেমন দুই ইনিংসে নয় উইকেট নিয়েছেন। সাকিব ও মিরাজের দখলে গেছে আরও চারটি উইকেট। তারপরও বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছে। উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হওয়ায় পেসার বেশি নিয়ে খেলা। আক্রমণাত্মক মানসিকতাও একটা কারণ।

সাকিব বলেছেন, ‘কম বোলার থাকলে ২০ উইকেট নেওয়ার সুযোগ কম থাকে। বোলিং অপশন বেশি লাগবে, এটার বিকল্প নেই। কম বোলার থাকে ডিফেন্সিভ মাইন্ডে খেললে। ড্র করার বা ব্যাটিংয়ে ভালো করার চিন্তা নিয়ে নামলে। বেশিরভাগ ম্যাচে আমরা এই এপ্রোচ (আক্রমণাত্মক) নিয়ে খেলার চেষ্টা করবো। প্রতিপক্ষ, কন্ডিশনের ওপরও কিছু বিষয় নির্ভর করবে।’

সাকিব জানিয়েছেন, মেহেদি মিরাজ সাত নম্বর ব্যাটার হিসেবে দলকে আস্থা দেওয়ায় বোলার বেশি নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে তাদের। এছাড়া লিটন কিংবা শান্তকে দিয়ে নিয়মিত ওপেনিং করানোর পরিকল্পনা নেওয়া হয়নি বলেও জানান তিনি। জাকির হাসান ফিট থাকলে তাকেই ওপেনিং করানো হতো বলেও উল্লেখ করেন টেস্ট অধিনায়ক সাকিব।

 

Leave A Reply

Your email address will not be published.