The news is by your side.

স্বাধীনতা দিবসে বরিশালে আওয়ামী লীগ নেতার উপর হামলা, উপস্থিত ছিলেন এমপি শাহে আলম

0 132

বরিশাল অফিস

বরিশালের উজিরপুরে সংসদ সদস্য শাহে আলমের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার সকাল পৌনে ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষের সামনে ঘটনাটি ঘটে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য মো. শাহে আলম ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল কুচকাওয়াজের মাঠে না গিয়ে উপজেলা পরিষদের সভা কক্ষের সামনে তাদের অনুসারীদের নিয়ে বসে ছিলেন।

কিছু সময় পর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস সরদার সংসদ সদস্যর সঙ্গে সালাম বিনিময় করতে গেলে উপস্থিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আওয়ামী লীগ নেতা ইদ্রিস সরদারকে বিভিন্ন ধরনের কটূক্তি মূলক কথা বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুসারীরা সংসদ সদস্য’র উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজ, পলাশ তালুকদারসহ ৮-১০ মিলে ইদ্রিস সরদারের ওপর হামলা চালায়।

হামলার পর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য শাহে আলম উপস্থিত থাকায় উপজেলা আওয়ামী লীগের নেতারা তাতে অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।

আহত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার বলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্যকে সালাম বিনিময় করতে গেলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আমাকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ করতে গেলে তার অনুসারীরা আমার ওপর হামলা চালায়।

হাফিজুর রহমান ইকবাল এ বিষয়ে বলেন, তার ও এমপির সামনে মারামারি হয়নি। কিছু দূরে এ ঘটনা ঘটেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহকে অবিহিত করবো। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করব।

Leave A Reply

Your email address will not be published.