সিরিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক দপ্তর পেন্টাগন বলেছে, ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ভয়াবহ ড্রোন হামলা চালানোর পর তারা এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর আগে ইরানের ড্রোন হামলায় সিরিয়ায় অবস্থান করা একজন মার্কিন ঠিকাদার নিহত এবং পাঁচজন সেনা আহত হন।
ইরানের ড্রোন হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক বিমান হামলা উভয়ই বৃহস্পতিবার ঘটেছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, উত্তরপূর্ব সিরিয়ার হাসাকাহ এর কাছে জোটের ঘাঁটিতে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী রাত ১টা ৩৮ মিনিটে ড্রোন হামলা চালায়। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন, হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছে তার উৎপত্তি ইরানে। এই হামলা, ওয়াশিংটন এবং তেহরানের ভেতর বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অস্টিন বলেন, ‘আমাদের সেনাদের ওপর হামলা চালানোর পর কেউ দায়মুক্তি পাবে না।’
মার্কিন জেনারেল এরিক কুরিলা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা তাদের সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠী ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ বার হামলা চালিয়েছে।