The news is by your side.

সিধুকে মেরেছি, সালমানকে হত্যা করা জীবনের মূল টার্গেট:  মাফিয়া গোল্ডি

0 128

জনসমক্ষে বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিলেন মাফিয়া গোল্ডি বরাড়। গোল্ডি স্বীকার করেছেন যে পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে তিনিই হত্যা করেছেন।

এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে। এ বছর কখনো উড়োচিঠির মাধ্যমে, আবার কখনোবা ই-মেইল, আবার ফোনের মাধ্যমে ভাইজানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দিলেন।

গোল্ডি বলেছেন, ‘সিধু মুসেওয়ালাকে মেরেছি। এবার সালমান খানকে হত্যার পরিকল্পনা আমাদের নিশ্চিতভাবে আছে। সালমানকে হত্যা করা তাঁর (লরেন্স বিষ্ণোইর) জীবনের মূল টার্গেট।’

গোল্ডি আরও বলেছেন, ‘ভাই সাহেব (লরেন্স বিষ্ণোই) বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না। তিনি তখনই দয়া দেখাবেন, যখন তাঁর মধ্যে দয়া আসবে। আমরা আগেও বলেছি যে যত দিন পর্যন্ত আমরা জীবিত আছি, শুধু সালমান খান নয়, আমরা আমাদের সব শত্রুকে নিধনের প্রয়াস চালিয়ে যাব। তবে সালমান আমাদের মূল লক্ষ্য। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা যখন সফল হব, আপনারা তা জানতে পারবেন।’

গোল্ডি বরাড় সিধু মুসেওয়ালাকে হত্যার কথা স্বীকার করে বলেছেন, ‘সিধু মুসেওয়ালাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তিনি এক অহংকারী ব্যক্তি ছিলেন। আর সিধু পুরোপুরি বিগড়ে গিয়েছিলেন। সিধু তাঁর রাজনৈতিক ক্ষমতা আর ধনসম্পত্তির অপব্যবহার করতেন। তাঁর কাছে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ছিল। আর সিধু আমাদের ব্যক্তিগত অনেক ক্ষতি করেছিলেন। আর এমন কিছু অন্যায় কাজ করেছিলেন, যা ক্ষমার অযোগ্য ছিল। তাই তাঁকে যোগ্য শিক্ষা দেওয়া হয়েছে।’

২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মনসা জেলায় সিধুর গ্রামে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এ ঘটনার এক বছর পর কানাডানিবাসী গোল্ডি সিধুকে হত্যার কথা স্বীকার করলেন।

লরেন্স বিষ্ণোই এখন জেলবন্দী। তবে গোল্ডি বরাড় এখনো পলাতক। কানাডা পুলিশ তাঁর নাগাল পায়নি। গোল্ডির ওপর কানাডা পুলিশ বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এই পলাতক মাফিয়ার বিরুদ্ধে ইন্টারপোল পুলিশ রেড কর্নার নোটিশ জারি করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.