সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব২০ লাল-সবুজের প্রতিনিধিরা।
ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন, পিয়াস বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।
কিছুক্ষণ পরই খেলার সমতা আনে ভারত। বাংলাদেশের জালে বলটি পাঠান গুরকিরাত।
প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে বাংলাদেশকে এগিয়ে নেন পিয়াস। বক্সে তাঁকেই ফাউল করেছিলেন এক ভারতীয় ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর আর কোনো গোল হয়নি। তাই জয়ের উল্লাস করে লাল-সবুজের দল।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।
আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।