The news is by your side.

সানি লিওন: ১৪ বছর বয়সে যৌনমিলন!

0 186

 

এক সময় সানি লিওনির জীবন জুড়ে ছিল শুধুই যৌনতা। বিতর্কিত মন্তব্য করেও শিরোনামে আসতেন আগে। কবে পেয়েছিলেন প্রথম যৌনতার পাঠ?

সানির বয়স তখন সবে ১৪ বছর। কৌমার্য হারিয়েছিলেন স্কুলে পড়তেই। এক সাক্ষাৎকারে রসিয়ে বলেন সেই গল্প। কে ছিলেন তাঁর পুরুষসঙ্গী?

সে কথা অবশ্য জানাননি। সানির কথায়, ‘‘স্কুলে পড়ার সময় থেকেই তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমায় খুব আতুপুতু করে রাখত। কখনও শুকনো ফল, কখনও ঠান্ডা পানীয়, সবই আমার মুখের সামনে ধরত। যত্নআত্তি কার না ভাল লাগে? ওর সঙ্গেই রিসর্টে গিয়েছিলাম। সেখানেই আমাদের প্রথম মিলন।’’

বাড়িতে অবশ্য লুকিয়ে গিয়েছিলেন এত কিছু। সানি তাঁর বাবা-মাকে বলেছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে সানিকে। ছেড়ে এসেছেন পর্নোগ্রাফির দুনিয়া।

এখন তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখে ঘরকন্না করছেন। ২০১৮ সালে জন্ম দিয়েছেন যমজ পুত্রের। দত্তক নিয়েছেন এক কন্যাকেও। সেই সঙ্গে সানি উপভোগ করছেন সফল কেরিয়ার। ‘স্পিৎসভিলা’র সঞ্চালক তিনি বর্তমানে। আসছে নতুন ছবিও।

Leave A Reply

Your email address will not be published.