The news is by your side.

সমুদ্রের নীলে, খোলামেলা পোশাকে নুসরাত জাহান

0 189

 

বিনোদন ডেস্ক

ঝকঝকে রোদ। নির্জন নীল সুমদ্র পাড়। প্রকৃতির অপরূপ দৃশ্যের মাঝে একেবারে অন্য সাজে নুসরাত । এবার আরও খোলামেলা পোশাকে। পরনে বিকিনি। গোলাপি-তুঁতে নীল রঙের কাঁধখোলা টপ, নীচে রঙিন মসলিনের স্কার্ফ। গায়ে পোশাকের সঙ্গে মানানসই গয়না। খোলা চুল। চোখে রোদ চশমা। নেট মাধ্যমে আরও একবার হট লুকে ঝড় তুললেন সাংসদ, তারকা।

সোশ্যাল মিডিয়ায় নুসর নুসরাতের প্রতিটা পোস্টেই চমক থাকে। এবারেও তার অন্যথা হল না। গত বছর আগস্টে ঈশানের জন্ম দিয়েছেন সাংসদ, তারকা। যদিও সন্তানের জন্মের পর কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়েই শুটিং ফ্লোরে ফিরেছেন নুসরাত ।

জোরকদমে শুটিং করেছেন। এর মাঝেই তাঁর চেহারাতেও পরিবর্তন এসেছে। আরও মেদ ঝরিয়ে, নুসরত যেন একেবারে তন্বী! তাঁর মেদহীন, ছিপছিপে চেহারা নিঃসন্দেহে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। যা দেখে চুপ থাকতে পারেননি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও।

নুসরাতের বিকিনি পরা ছবির নীচে আগুনের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন তিনি। প্রিয় বান্ধবীকে দেখে যে তিনিও ভক্তদের মতো মুগ্ধ, তাও বুঝিয়ে দিয়েছেন।

নুসরাত একাধারে জনপ্রিয় এবং চর্চিতও। তবে সমালোচনা, কটাক্ষ, নিন্দাকে কোনওকালেই বিশেষ গুরুত্ব দেন না তিনি।

মা হওয়ার একবছর পূর্তিতে যশ দাশগুপ্তের সঙ্গে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন তিনি। সেখানেই ছুটি কাটাচ্ছেন তারকা জুটি। তবে ঈশানকে সঙ্গে নিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি।

 

Leave A Reply

Your email address will not be published.