নিজস্ব প্রতিবেদক
সমাবেশে যাওয়া বা ফেরার পথে বিভিন্ন জেলায় দলটির কর্মীরা মোবাইল চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, কর্মসূচিতে আসতে যে খরচ হয়, তা তুলতেই বিএনপি কর্মীরা মোবাইল ছিনতাই বা চুরিতে জড়িয়ে পড়ছেন।
বৃহস্পতিবার বিকালে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
ডিবি প্রধান দাবি করেন, গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতিতে জড়িত। পদ-পদবি না থাকলেও তারা বিএনপির কর্মী।
এর আগে বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে একটি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি। তারা হলো- হারুন ওরফে আনিছুজ্জামান, হারুন-অর-রশিদ, সোহেল, এনামুল হক ও নূর ইসলাম। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি প্রধান বলেন, আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্য বলছি না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তোমাদের পেশা কী? তখন তারা বলেছে, আমাদের পেশা হলো আমরা রাজনীতি করি।
চক্রটির সদস্যরা অন্য কোনও রাজনৈতিক দলের সমাবেশে যায় কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না, তারা বিএনপির রাজনীতি করেন। বিএনপির সমাবেশে আসতো। তাদের পদ-পদবি নেই। তবে তারা বিএনপিকর্মী।’
তিনি জানান, তারা বিএনপির বরিশালের সমাবেশ থেকে ফেরার পথে ১৮টি মোবাইল ছিনতাই করেছিল। তবে উদ্ধারকৃত মোবাইলগুলো ঢাকা নাকি ঢাকার বাইরে ছিনতাই করা হয়েছিল তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানা যাবে।