The news is by your side.

সত্যিই আজ বাংলাদেশ বদলে গেছে:  প্রধানমন্ত্রী

0 127

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিজিএমইএ কর্তৃক আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ১৩ বছর পূর্ণ হয়ে এখন প্রায় ১৪ বছর চলছে। ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সত্যিই বাংলাদেশ বদলে গেছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করেছি।

এ সময় রপ্তানি খাতকে আরও প্রসারিত করতে সরকার দীর্ঘমেয়াদি প্রণোদনা প্রদান করবে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, করোনার সময়ে বৈশ্বিক মন্দায় রপ্তানি খাত শক্তভাবে মোকাবিলা করেছে সরকার। আর তা সম্ভব হয়েছে সরকারের প্রণোদনার কারণে।

সরকারপ্রধান বলেন, তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নগদ অর্থ সহায়তা ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। ওয়ারহাউস সুবিধা, বিনা শুল্কে কাঁচামাল আমদানি সুবিধা, ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার সুবিধা, হ্রাসকৃত শুল্কে মেশিনারিজ আমদানি, রপ্তানিমুখী শিল্পে অনুকূলে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) আমরা রিজার্ভের টাকা দিয়েই করে দিয়েছি।

তিনি বলেন, বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার সুফল আমরা পাচ্ছি। সকল বাধা অতিক্রম করে এখন ব্যবসাবাণিজ্য চলছে।

প্রধানমন্ত্রী বলেন, আমার রাজনীতি দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। তাদের দক্ষতা যোগ্যতা কাজে লাগাতে হবে। সাড়ে ১৬ কোটির ওপরে মানুষ। তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে। নিজেরা উৎপাদন করতে হবে। ভিক্ষা করে চলব না।

 

 

Leave A Reply

Your email address will not be published.