The news is by your side.

শ্রীবরদীতে জাহিদুল হক জুয়েল, ঝিনাইগাতীতে আমিনুল ইসলাম বাদশা চেয়ারম্যান নির্বাচিত 

উপজেলা পরিষদ নির্বাচন

0 51

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুরের শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জাহিদুল হক জুয়েল ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বুধবার  উপজেলা নির্বাচন অফিস হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুর রহমান তালা প্রতীকে  ভোট ১৩ হাজার ৬২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. জুবাইদুল ইসলাম  ভোট ১০ হাজার ৬৪১। মহিলা ভাইস চেয়ারম্যান-ফুলমালা পদ্মফুল প্রতীকে ৩১ হাজার ৯০৫ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী মোছা. লিপি বেগম পেয়েছেন ১৯ হাজার ৫৪০ ভোট।

 

 

 

অপরদিকে ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।

 

 

 

 

 

বর্তমান ভাইস চেয়ারম্যান পদে  রকিবুল ইসলাম রুকন চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।

 

Leave A Reply

Your email address will not be published.