The news is by your side.

শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়েছিল দুই অনুপ্রবেশকারী: মুম্বই পুলিশ

0 107

 

 

দিনকয়েক আগেই শাহরুখের বাংলো মন্নতে ঢুকে পড়েছিলেন দুই অনুপ্রবেশকারী। তাঁদেরকে গ্রেফতারও করা হয়েছিল মুম্বই পুলিশের তরফে। মামলার সর্বশেষ আপডেট অনুযায়ী পুলিশ সূত্র বলছে যে, ধরা পড়ার আগে ওই ব্যক্তিরা শাহরুখের মেকআপ রুমে প্রায় আট ঘণ্টা লুকিয়ে ছিলেন।

অভিযুক্তরা সকালের দিকে অভিনেতার বাড়িতে প্রবেশ করে এবং মন্নতের তৃতীয় তলায় অবস্থিত অভিনেতার মেকআপ রুমের ভিতরে লুকিয়ে থাকে বলে জানা গিয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘উভয় অভিযুক্তই খানের বাংলোতে তাঁর সঙ্গে দেখা করার জন্য লুকিয়েছিল এবং প্রায় আট ঘন্টা ধরে মেক-আপ রুমে অভিনেতার জন্য অপেক্ষা করেছিল। তারা প্রায় ৩টের দিকে প্রবেশ করেছিল এবং সকাল সাড়ে ১০টা নাগাদ ধরা পরেছিল পরের দিন’।

শাহরুখের বাংলোর ম্যানেজার কলিন ডি’সুজা পুলিশকে তাঁর বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তারক্ষী তাকে ২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ফোন করে জানায় যে দু’জন লোক বাংলোতে প্রবেশ করেছে।

পাঠান সাহিল সেলিম খান এবং রাম সরফ কুশওয়াহা নামে পরিচিত এই দুই ব্যক্তি গুজরাটের ভারুচ থেকে শাহরুখের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেই খবর। ওই ব্যক্তিদের আটক করে নিরাপত্তারক্ষীরা পুলিশের হাতে তুলে দেন। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ এবং প্রাসঙ্গিক অপরাধের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।

এফআইআর অনুসারে, অনুপ্রবেশকারীদের খুঁজে পেয়েছিলেন সতীশ নামে হাউসকিপিংয়ের একজন কর্মী। ‘সতীশ তাদের দুজনকেই মেক-আপ রুম থেকে লবিতে নিয়ে যান এবং সেখানে অপরিচিতদের দেখে শাহরুখ খান হতবাক হয়ে যান। মন্নতের রক্ষীরা তাদের দুজনকেই বান্দ্রা পুলিশের কাছে হস্তান্তর করেন’, এফআইআরে বলা হয়েছে।

মুম্বই পুলিশের মতে, অনুপ্রবেশকারীরা মান্নাতের বাইরের দেওয়াল টপকে প্রবেশ করেছিল। দেওয়াল লাফানোর চেষ্টা করার সময় দুই ব্যক্তিই খানিক জখম হন। প্রতিবেদনে বলা হয়েছে যে এসআরকে-এর কর্মীরাই ওই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে প্রাথমিক চিকিৎসা করিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময়, ২০-২২ বছর বয়সী ব্যক্তিরা দাবি করেছেন যে তাঁরা কেবলই ‘পাঠান’ তারকার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.